বিবরণ |
ঝুনঝুনি নিশ্চিত হলাে ফুয়াদ ভাইয়ার রূপ ধরে রাতে একটা ভূতই গিয়েছিল তাদের বাসায়। আর এখন সামনে বসে আছে আসল ফুয়াদ ভাইয়া। ঝুনঝুনির ভাবনাকে এবার কথায় রূপ দিলেন তার মামণি, “নিশ্চয় ফুয়াদের মতাে দেখতে অন্য কেউ গিয়েছিল আমাদের বাসায়। ফুয়াদের মা-মণি উড়িয়ে দিতে পারলেন না ঝুনঝুনির মার কথা। কিন্তু কাটল না তার মনের শঙ্কা । রাতে ঘুমের ঘােরে প্রায়ই হাঁটাহাঁটি করে ফুয়াদ। তবে কি দরজা খুলে মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল সে? পাশের বাড়ির ঝুনঝুনি আর ওর মা-মণির সঙ্গে দেখা করে রােবটের মতাে ঘুমের মধ্যেই আবার এসে শুয়ে পড়েছিল? এখন কি সব ভুলে গেছে? নিজের ভাবনাটা ফুয়াদের মা-মণি শেয়ার করলেন ছেলের পাখিবন্ধু ইলেকটার্চ প্যারটের সঙ্গে। খানিকটা চিন্তা করে প্যারট বলল, আন্টি, ভূত বলে আসলে কিছু নেই। ভুল ভাবনার কারণে বা ভুল দেখার কারণে অহেতুক ভীতি তৈরি হতে পারে। ভয়ই হুবহু কারও বেশ ধরে হাজির হতে পারে ভূত হিসেবে। পাঁচ থেকে বারাে বছরের শিশু ঘুমের মধ্যে হাঁটাহাঁটির মতাে ভুতুড়ে আচরণ করতে পারে নিজের অজান্তে। কোনাে কারণ ছাড়াও হতে পারে অথবা তাদের চাহিদার সীমা মাত্রা ছাড়ানাে হলেও করতে পারে এমন অদ্ভুতুড়ে কাণ্ড। এসব সংকেতই আসছে আমার মস্তিস্ক থেকে। তাহলে কী করব এখন? |