বিবরণ |
হাসান আজিজুল হক রচনাবলির এই প্রথম খণ্ডে অন্তর্ভুক্ত হলাে তাঁর প্রথম জীবনের বেশ কটি গুরুত্বপূর্ণ রচনা। এগুলো হলাে: প্রথম গল্পগ্রন্থ 'সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য (প্রকাশকাল ১৯৬৪), দ্বিতীয় গল্পগ্রন্থ 'আত্মজা ও একটি করবী গাছ (প্রকাশকাল ১৯৬৭); প্রথম উপন্যাস 'শামুক (রচনাকাল ১৯৫৭), প্রায়- উপন্যাস 'বৃত্তায়ন (রচনাকাল ১৯৬০); প্রথম প্রবন্ধগ্রন্থ কথাসাহিত্যিকের কথকতা' (প্রকাশকাল ১৯৮১), দ্বিতীয় প্রবন্ধগ্রন্থ 'অপ্রকাশের ভার (প্রকাশকাল ১৯৮৮) এবং শিশুসাহিত্য 'লাল ঘােড়া আমি (প্রকাশকাল ১৯৮৪)। আমরা জানি, দ্বিতীয় গল্পগ্রন্থ 'আত্মজা ও একটি করবী গাছ'-এর ভেতর দিয়ে তিনি তরুণ বয়সেই বাংলা ছােটগল্পে নিজের স্থায়ী জায়গাটি করে নেন। অন্যদিকে তাঁর প্রথম প্রবন্ধগ্রন্থ 'কথাসহিত্যিকের কথকতার মধ্য দিয়েই প্রস্কুটিত হয় হাসান আজিজুল হকের চিন্তক-সমালােচক-বিশ্লেষক সত্তাটিও। আর এই উভয় পরিচয়টি তুলে ধরার চেষ্টা থাকবে আগামী খণ্ডগুলােতেও। প্রসঙ্গত, প্রতিটি খণ্ডেই এভাবে লেখকের বিচিত্র রচনার সন্নিবেশ ঘটবে, যাতে পাঠক প্রতিটি খণ্ডেই নানা রচনার রস আস্বাদন করতে পারেন। এই রচনাবলি প্রণয়নে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রকাশনা, লেখক, গ্রন্থ, পত্রপত্রিকার অকৃপণ সহযােগিতা নেওয়া হয়েছে। যথাস্থানে সাধ্যমতাে এসবের ঋণ স্বীকার ও সূত্র-উল্লেখ করা হয়েছে। তাঁদের সবার প্রতি সবিশেষ কৃতজ্ঞতা। - |