বিবরণ |
বাংলাদেশের রাজনীতিতে ২০১৯-২০২০ বছরদুটি গুরুত্বপূর্ণ। কারণ, এ সময়কালে শুরু হয় একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের দেশ পরিচালনা। এর আগে ২০১৮ সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাশ হবার পর থেকে গণমাধ্যম ও লেখালেখির জগৎ সংকুচিত হয়ে আসে। প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের ওপর নেমে আসে অদৃশ্য নিয়ন্ত্রণ। রাজনীতিতে আমলাদের দৌরাত্ম বাড়ে। নির্বা চনের ওপর নাগরিকগণ আস্থা হারিয়ে ’ ফেলেন। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও আইনশৃঙ্খলা খাতে অধিকতর মাত্রায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। বৃদ্ধি পায় আর্থিক খাতে লুটপাট, সামাজিক অস্থিরতা,ধর্ষণ, ও সামাজিক অস্থিতিশীলতা। সাহিত্যের প্রতিবাদী ধারা স্তিমিত হয়ে পড়ে। ছড়িয়ে পড়ে ভাষায় দূষণ এবং ভালোবাসায় কৃত্রিমতা ও সংকোচন। শিক্ষাঙ্গণে আত্মবিধ্বংসী ছাত্র রাজনীতির সক্রিয়তা বৃদ্ধি পায়। ছড়িয়ে পড়ে সামাজিক ও রাজনৈতিক অপরাধ পব্র ণতা। শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্রিক ব্যবসায় বিনিয়োগ ও দুর্নীতি বাড়ে। আরও বৃিদ্ধ পায় রাজনৈতিক প্রতিহিংসা করোনা ব্যবস্থাপনাকেন্দ্রিক বিশৃঙ্খলা এবং গরিবের প্রাপ্য করোনার ত্রাণসামগ্রী নিয়ে দুর্নীতি। তবে এসব বিষয় নিয়ে পেশাদার লেখকদের প্রকাশিত লেখার সংখ্যা অপ্রতুল। তাদের অনেকেই সমাজ ও রাজনীতির এসব মৌলিক বিষয়ে না লিখে স্রোতের অনুকূলে নৌকা চালান। লেখেন এমন সব বিষয় নিয়ে যা তাদের কাছে নিরাপদ বিবেচিত হয়। |