বিবরণ |
কালাম ফয়েজী গল্পকার। তবে এবারে সে প্রবন্ধের সম্ভার নিয়ে আবির্ভূত হয়েছে সাহিত্যের আসরে। যে-ধরনের গদ্যরচনা যথাার্থই প্রবন্ধ, যাকে অনেকে বলবেন রচনা-সাহিত্য, যাতে মনের, আত্মমগ্ন ভাবনার একটা ছায়াপাত ঘটে, কালাম ফয়েজীর এসব রচনায় আমরা তারই পরিচয় পাই। বিচিত্র সব বিষয়- কোথায় নেতা, কোথায় লেখক, কোথায় শ্রম, কোথায় প্রেম, কোথায় আবেগ, কোথায় অহংকার, তার মনের তারে যা আঘাত করেছে, তারমধ্যে ফুটে উঠেছে ঝংকার, জেগেছে সুর, কালাম ফয়েজী তার মনের কথাগুলো সরল গদ্যে প্রকাশ করেছে। আমি এই সাহিত্যব্রতীর কল্যাণ কামনা করি এবং তার এই গ্রন্থের প্রকাশককে স্বাগত জানাই। |