বিবরণ |
১১ জানুয়ারি ২০০৭ (এক/এগারো) ছিল বাংলাদেশের জন্য অবিস্মরনীয় দিন। এমন এক কেয়ারকেটের সরকার এদিন ক্ষমতা গ্রহণ করে যার নজীর কোথাও নেই। কেয়ারকেটার সরকার সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনের নামে এমন কিছু পদক্ষেপও গ্রহণ করে যা ছিল অভাবিত এবং অভূতপূর্ব। ২৯ ডিসেম্বর ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে এক/এগার কেন্দ্রিক শাসনব্যবস্থার আপাতত; অবসান ঘটে। এক/এগার তাই বলে পুরোপুরি চলে যায়নি, সম্ভবত কোনদিন যাবেও না। এক/এগারোর তত্ত্বাবধায়ক সরকার আমলের সিদ্ধান্তের প্রভাব বাংলাদেশের রাজনীতি এবং সমাজজীবনে বহু বছর রয়ে যাবে। এই সময়ে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে মানুষের ভেতর যে উপলব্ধি, চেতনা এবং প্রজ্ঞা সঞ্চারিত হয় তা আগামী দিনের বাংলাদেশ সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামকেও অনেকাংশে প্রভাবিত করবে। এই গ্রন্থে এক/এগারোর আগে-পরের দিনগুলোর বিশ্লেষণ। এতে অন্তর্ভুক্ত লেখাগুলো দৈনিক প্রথম আলোতে প্রকাশের সময়ই ছিল তুমুলভাবে আলোচিত। জবাবদিহীমূলক শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে বিষয়গুলো আগামীতে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে তার অনেক কিছু বিশ্লেষিত হয়েছে এতে। শুধু সমকালীন রাজনীতির পর্যবেক্ষণ হিসেবে নয়, সুশাসন বিষয়ক চিন্তার ক্ষেত্রেও এই গ্রন্থটি তাই অত্যন্ত প্রাসঙ্গিক। |