বিবরণ |
দুনিয়ার প্রিয় মানুষগুলোর সাথে যেখানে আমাদের সবচেয়ে উত্তম রি-ইউনিয়ন হতে পারে, সেটা হলো জান্নাত। যেটা নিঃসন্দেহে দুনিয়ায় তাদের সাথে আমাদের ক্ষণিকের বিচ্ছেদকে ভুলিয়ে দেবে। কেননা জান্নাত থেকে আমরা আর কোনোদিন আলাদা হবো না। চোখ বন্ধ করে একবার চিন্তা করুন, আপনি জান্নাতে প্রবেশ করেছেন, আপনাকে জান্নাতে আপনার প্রাসাদ দেখিয়ে দেওয়া হয়েছে, প্রাসাদের জানালা খুলে পাশের প্রাসাদে চোখ পড়তেই দেখলেন আপনার প্রিয়জন! আর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, -আরে তুমি এখানে? -অন্য প্রান্ত থেকে জবাব আসবে, আরে হ্যাঁ, আল্লাহর কাছ থেকে জান্নাতের এই জায়গাটা বরাদ্দ পেয়েছি, আর তুমি? -আমিও এই জায়গাটা বরাদ্দ পেয়েছি। – যাক ভালোই হলো, জান্নাতে আমরা প্রতিবেশি, অনন্তকালের। চলো এবার তবে জান্নাতটা ঘুরে দেখি। এর চেয়ে আনন্দের, প্রশান্তির মিলনমেলা আর কি হতে পারে। জাস্ট ইমাজিন! |