বিবরণ |
এই পৃথিবী মহান আল্লাহ মেহেরবানের এক আশ্চর্য সৃষ্টি। এর বিশাল ইতিহাস, এর সৌন্দর্য ও সংহতি, এর আনন্দ ও বিষাদগীতি, এর বিপুল বিস্তারমান সমূহ সাযুজ্য ও বৈপরীত্যও সমান অভিনিবেশের দাবি রাখে। মানুষের যাবতীয় সিলসিলা ও সাহচর্য, কল্যাণ ও সিদ্ধি, বিশুদ্ধি ও বিধৃতি, বিকৃতি ও বিভ্রান্তি দুনিয়ার তাবৎ ঐতিহাসিকের প্রত্নতাত্ত্বিক উপাদান। বক্ষ্যমাণ ‘আল বিদায়া ওয়ান নিহায়া’ যেকোনো সত্যসন্ধী গভীর নিষ্ঠাশীল মানুষের জন্য তেমনই ইতিহাস আশ্রিত একটি পরমাশ্চর্য সুসমাচার যেন। বলা হয়ে থাকে, ভূপৃষ্ঠ একটি পুরোনো পুস্তিকা—যার শুরুর কয়েকটি পৃষ্ঠা খোয়া গেছে; শেষের পৃষ্ঠাগুলো এখনো লেখাই হয়নি। মানুষের যত অন্বেষা, যত রহস্য ও চিৎপ্রকর্ষ, যত কল্পনাকুসুম পল্লবগ্রাহিতা, চিন্তাচেতনা ও দর্শনময়তা, যত সত্যসখ্য ও দ্বন্দ্বজর্জর বিধি-বিভূতি ও স্মৃতিবীণার সুরধুনী—সবই ওই খোয়ানো ও অলিখিত পৃষ্ঠাদের ঘিরেই আবর্তিত। এই ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ নিছক কোনো ইতিহাস গ্রন্থ নয়, নয় কোনো অযাচিত ঘটনার বিবরণী। এর প্রতিটি ধারাভাষ্য, এর রক্তশিরা, এর সুচয়নী ও সঞ্জীবনী সম্মোহনী—একদম তরতাজা জীবন্ত ও বিশ্বস্ত ও পরীক্ষিত। সত্যই যার শুরু দিয়ে, শেষটাও তার ইসলামের পরিযায়ী ইতিহাসের অমেয় রোশনাই দিয়ে। এখানেই এটি যেকোনো আলোকসঞ্চারী মানুষের অনিবার্য পাথেয়; অবশ্য পাঠ্য ও কল্যাণীয়। আল্লাহুম্মাহদি কওমি বিতারিখিস সালিহা ও বায়ানিস সাহিহা, কাররিম! |