বিবরণ |
বন্ধুরা! অনেক দিন আগের কথা। এক গাঁয়ে ছিল এক গাধা আর এক উট। উট আর গাধাকে গাঁয়ের লোকেরা সারাদিন খাটাত। সেগুলো আরাম করার সময় তো পেতই না, এমনকি, পেটপুরে খাবারও পেত না। তাই গাধা আর উট খুবই দুর্বল হয়ে পড়ল; আর তাদের দেহও শুকিয়ে গেল। এ নিয়ে পশুদুটি বেশ চিন্তিত ছিল। তারা চাইত, কীভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। উট এবং গাধা সারাদিনের কাজ শেষ করে সন্ধ্যায় দানাপানি খেয়ে কথোপকথন করছিল; গাধা উটকে বলল, আরে দোস্ত! এটাও কি একটা জীবন! সারাদিন এক নাগাড়ে কাজ করতে থাকো, না ভালো খাবার, আর না আরামের সুযোগ। আমি তো এই জীবন থেকে বিতৃষ্ণ হয়ে গেছি । উট বলল, আরে ভাই! এখান করারই বা কী আছে? এটাই তো আমাদের জীবন; এটাই তো আমাদের কাজ । গাধা বলল, আরে দোস্ত! আর কিছু করতে না পারি, প্রতিবাদ তো জানাতে পারি । প্রতিবাদ! তা কীভাবে?—উট গাধাকে জিজ্ঞাসা করল । একদিন কাজ করব না; দানাপানি বেশি খেয়ে নেব; কিংবা কোথাও পালিয়ে যাব। তা হলে গাঁয়ের লোকও বুঝতে পারবে, আমরা কম যাই না। এসব বলে গাধা উটকে ফুসলাতে লাগল । পালিয়ে যাব...! গাধার দিকে বড় বড় চোখে চাইল উট। এ ধারণা তোমার মগজে এলো কীভাবে? |