বিবরণ |
এই শহর, প্রিয় শহর! এই শহরের রাস্তার মাথাটাও কোথাও না কোথাও গিয়ে ঠেকেছে। বারান্দায় দাঁড়ালে যে সূর্যটা তোমাকে প্রতিদিন স্নান করায়! সেই একই সূর্যের ন্যায় মেঘের আড়াল থেকে সকল কৃষ্ণবর্ণ ভেদ করে সূর্যের স্নিগ্ধ রোদেলা আলো আলতো করে ছুঁয়ে যাবে তোমার জীবনটাকেও। জীবনে অতীতের সময় চলে যাওয়া মানেই প্রস্থান নয়! জীবন চলার পথে থাকবেই শতাঘাত-প্রতিঘাত তাই বলে কি থেমে যাব?আমরা আমাদের বর্তমান জীবন নিয়ে অনেকই দোটানায়-দোদুল্যমান। জীবনের সমস্যা-সংকট, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা-পেরেশানির ভারে নিজ জীবনের অগ্রযাত্রা হতে পিছিয়ে পড়েছি। জীবনে সফলতা কে না চায়? আমরা সফল মানুষের গল্প বলতে ও শুনতে পছন্দ করি; কিন্তু আমরা কি ভেবে দেখেছি, প্রাত্যহিক জীবনে একটু সচেতন থাকলে আমরাও পেতে পারি জীবনের কাঙ্ক্ষিত সফলতা! মানুষ একদিনে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছায় না। এর শুরুটা হয় স্বপ্ন দিয়ে। স্বপ্নের বাস্তবায়নে সম্পাদিত কর্মে প্রতিটি মুহূর্তে মনঃসংযোগের প্রয়োগই তাকে সফলতার চূড়ান্ত ধাপে অধিষ্ঠিত করে। |