বিবরণ |
১৯৫০-এর দশকে সূচিত কগনিটিভ বিপ্লবের ধারাবাহিকতায় বিশ্বব্যাপী মানুষের মনোজগৎ ও জ্ঞান প্রক্রিয়া সম্বন্ধে অনেক যুগান্তকারী বিষয় আবিষ্কৃত হয়েছে এবং হচ্ছে। গত কয়েক দশকে বদলে গিয়েছে জ্ঞানের বহু পূর্বধারণা ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি। সেই উত্তরণকে উপজীব্য করে বইটিতে জীবন-বাস্তবতার বিভিন্ন গুরুত্বপূর্ণ সত্য ও অনুষঙ্গকে বৈজ্ঞানিক প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে।বইটিতে মানুষের চিন্তা, জ্ঞান প্রক্রিয়া ও আচরণকে বিবর্তনীয় মনোবিজ্ঞান, ফলিত দর্শন, মানবজাতির ইতিহাস, নৃবিজ্ঞান, কগনিটিভ সায়েন্স, স্নায়ুবোধিবিজ্ঞান (cognitive neuroscience), কোয়ান্টাম ফিজিক্স, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বসাম্প্রতিক আলোয় চিত্রিত করা হয়েছে। এতে ভাবনার অনেক নতুন উপাদান খুঁজে পাওয়া যাবে।প্রথমজীবনের মনোনির্মাণ-ব্যক্তির আচরণের অনিবার্য বুনিয়াদ। এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। চলমান জীবনে মানুষের বৌদ্ধিক অসম্পূর্ণতা, ভ্রান্তিবিলাস এবং অসংগতি-বিকৃতির অন্তর্গত কারণকে তার মনো-সাংস্কৃতিক ইতিহাসের প্রেক্ষাপটে চিহ্নিত করার সাহসী চেষ্টা রয়েছে বইটিতে। বইটি সে অর্থে মানব অস্তিত্বে বিরাজমান-অন্তর্নিহিত সত্যের অনিরুদ্ধ প্রকাশ। |