বিবরণ |
ভাবুন তো, এমন এক রমজানের কথা, যেখানে ইফতারের অতিরিক্ত আহার আপনার শরীরের ভারকে বৃদ্ধি করছে না। সেহরির জন্য প্রতি ভোরে ওঠা সত্ত্বেও ক্লান্তি আপনার দিনকে নিষ্প্রাণ করছে না। এমন একটি রমজান, যেখানে কুরআনের প্রতিটি আয়াত আপনার হৃদয় আলোকিত করছে। যথাযথ সময়ে পুরোপুরি মনোযোগের সাথে আপনার প্রত্যেক তারাবিহ, নফল, এমনকি ফরজ নামাজও আদায় হচ্ছে ।এমন একটি রমজান, যার শেষ রাতগুলোতে ঈদের আনন্দ-উল্লাস ও কেনাকাটার পরিবর্তে আপনি গভীর ইবাদতে নিমগ্ন আছেন। আপনার দেহ, মন, আত্মা এক অপার্থিব প্রশান্তিতে ডুবে আছে।কী? এরূপ রমজান অবাস্তব মনে হচ্ছে, নাকি আমরা নিজেরাই এমন এক রমজানের স্বপ্ন দেখতে ভয় পাই? আপনার ইচ্ছাশক্তি আর আল্লাহর প্রতি নির্ভরশীলতা যদি একত্রিত হয়, তবে এই রমজানই নিষ্কলুষ হতে বাধ্য।চলুন, আমরা সেই প্রস্তুতি শুরু করি, যাতে এই রমজান হয়ে উঠে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান। অসম্ভব মনে হচ্ছে, তাই না? |