বিবরণ |
আধুনিক রোমান্টিক কবি জীবনানন্দ দাশকে (১৮৯৯- ১৯৫৪) ধারণা করা হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর বাংলা সাহিত্যে সবচেয়ে প্রভাবশালী কবি। সমকালীন অন্যান্য কবিদের তুলনায় তিনি ছিলেন অনেক এগিয়ে। তার কাব্য প্রতিভায় মুগ্ধ হয়ে স্বয়ং রবীন্দ্রনাথ বলেছিলেন: "তোমার কবিতাগুলোতে রস আছে, স্বকীয়তা আছে এবং দেখার আনন্দ আছে।" জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ 'শ্রেষ্ঠ কবিতা' বইটিতে মোট ১০৫ টি কবিতা নিয়ে সর্বপ্রথম প্রকাশিত হয় কবির মৃত্যুর ঠিক একবছর পর ১৯৫৫ সালে। গ্রন্থটির জন্য তিনি মরণোত্তর সাহিত্য অকাদেমী পুরস্কারে (১৯৫৫) ভূষিত হন। বইটি তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। জীবনানন্দ দাশের সবচেয়ে বড় অবদান, তিনি কবিতার ভাষাকে আমুল পরিবর্তিত করেছেন, অসংখ্য সাধারন শব্দকে তিনি কবিতার মাঝে এনে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। |