বিবরণ |
কথাসাহিত্যিকেরা সাধারণত ছােটগল্পে হাত পাকিয়ে উপন্যাস লেখায় মন দেন। এর অবশ্য ব্যতিক্রমও আছে। হুমায়ূন আহমেদ এই ব্যতিক্রমীদের দলে। ঔপন্যাসিক হিসেবে প্রতিষ্ঠা লাভের পর শুরু হয় তাঁর ছােটগল্প রচনার পালা। আর এও এক বিস্ময়কর সাফল্যের ইতিবৃত্ত। তাঁর প্রতিটি গল্পই একেকটি নিটোল নির্মাণ। ছোটগল্পের স্বল্প পরিসরে তিনি আলাে ফেলেছেন জগৎ ও জীবনের এদিক- ওদিক। আর প্রতিটি আলােকপাতেই উঠে এসেছে এই জীবনের, তা সে যত নিরানন্দই হােক, অনিন্দ্য সৌন্দর্য কিংবা শাশ্বত সত্যের ছবি। অনেকের অভিযােগ, হুমায়ূন আহমেদ শহুরে মধ্যবিত্ত জীবনেরই রূপকার। তাঁর উপন্যাসে সমাজের এই শ্রেণীটিরই প্রাধান্য। ছােটগল্পের ক্ষেত্রে কিন্তু এমন কিছু বলার উপায় নাই। সংকলিত পঁচিশটি গল্পের অন্তত বারােটি সরাসরি গ্রামভিত্তিক। সংখ্যাকে গুরুত্ব না দিলেও এ সত্য পাশ কাটিয়ে যাওয়ার উপায় নাই যে, হুমায়ূন আহমেদের গল্পে গ্রাম-জীবনের যে ছবি পাওয়া যায় তা যেমনি আন্তরিক তেমনি নিখুঁত। হুমায়ূন আহমেদের লেখালেখির একটা বড় অংশজুড়ে আছে মুক্তিযুদ্ধ। এ উক্তি উপন্যাসের ক্ষেত্রে যেমন সত্য, তেমনি ছােটগল্পের বেলায়ও। এই সংকলনের পাঁচটি গল্পের উপজীব্য আমাদের মহান মুক্তিযুদ্ধ। হুমায়ূন আহমেদের অনুরাগী পাঠকেরা একটি তুলনামূলকভাবে ছােট সংকলনেই তাঁর বিচিত্র গল্পের পরিচয় ও স্বাদ পেতে পারেন, এমন একটা ধারণা থেকেই এ সংকলন। এখানে বলে রাখা প্রয়ােজন, তাঁর কোনাে গল্পই উপেক্ষাযােগ্য নয়। প্রতিটিই কোনো- না-কোনাে দিক থেকে দ্যুতিময়। |