বিবরণ |
আর রাহীকুল মাখতুম কুরআন মাজীদে আল্লাহ তা‘আলার ব্যবহৃত একটি বাক্যাংশ, যার অর্থ ছিপি আঁটা উত্তম পানীয়, সূরা আল মুতাফ্ফিফীন-এ আল্লাহ তা‘আলা তাঁর নেক বান্দাহদের পুরস্কার হিসেবে জান্নাতে এ পানীয় সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রিয়জনদের জন্য এ পানীয় ‘শুধু ছিপি আঁটা’ বোতলেই তিনি ভরে রাখেননি-পাত্রজাত করার সময় এতে কুস্তুরীর সুগন্ধিও তিনি মেখে রেখেছেন। কুরআন মাজীদে বর্ণিত আর ‘রাহীকুল মাখতুম’ মুমেনদের জন্যে সত্যিই এক শ্রেষ্ঠ পাওনা, যাদের জন্যে এ মহা আয়োজন তাদের সর্দারের জীবনীগ্রন্থ আর রাহীকুল মাখতুম সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি ভিন্ন স্বাদের সীরাত গ্রন্থ।এমন একটি গ্রন্থ রচনা করে সীরাতের মহান পণ্ডিত আল্লামা সফিউর রহমান মুবারকপুরী একটি অসামান্য কাজ সম্পাদন করেছেন সন্দেহ নেই, মূলত এর মাধ্যমে তিনি জমিনের রাহীক-এর সঙ্গে আসমানের রাহীক-এর এক ঘনিষ্ঠ যোগসূত্র স্থাপন করে দিয়ে গেলেন। প্রতিযোগিতায় ১১৮২টি পুস্তকের মধ্যে এ বইটিকে কেন বিরল সম্মানে ভূষিত করা হয়েছে, কোন্ সে বৈশিষ্ট্য, যে কারণে বইটি যুগের সেরা সীরাত গ্রন্থের মর্যাদা পেয়েছে। সারা দুনিয়ার রাসূল প্রেমিকরা মনে হয় এমন একটি সীরাত গ্রন্থের জন্যে বহুদিন ধরে অপেক্ষা করছিল যাকে এ বিষয়ের ওপর রচিত অতীতের সব ক’টির নির্ভরযোগ্য উপাদানের সমন্বয়ে তৈরি করা হবে, অপর কথায় যা হবে সীরাত সংক্রান্ত বিশাল পাঠাগারের একটি নির্যাস। সেদিক থেকে বিচার করলে আল্লামা সফিউর রহমান মুবারকপুরীর এ মোবারক উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বলার অপেক্ষা রাখে না, বিশ্বের কোটি কোটি মুসলমানদের পক্ষ থেকে রাবেতায়ে আলামে ইসলামীর বইটিকে প্রথম পুরস্কার প্রদান করার মাধ্যমে এ প্রশংসারই স্বীকৃতি মিলেছে। |