মেজর এম এ জলিল
বরিশাল জেলার, উজিরপুর উপজেলার, ০৮নং শিকারপুর-উজিরপুর ইউনিয়নের ঢাকা-বরিশাল মহা সড়কের, ইচলাদী নামক স্থানে সন্ধ্যা নদীর উপরে বীর মুক্তিযোদ্ধা মেজর এম.এ জলিল সেতু অবস্থিত। সেতুটি অত্যন্ত দৃষ্টি নন্দন, অতি সুন্দর। ঈদ, কুরবানী, পুজা, বিজয় দিবসের দিন অত্র সেতুটি দেখতে বহু মানুষের সমগম হয়ে থাকে। আশা করি আপনি ও আপনার পরিবার পরিজন নিয়ে আমাদের ইউনিয়নে এসে সেতুটি দেখবেন।