শায়খ ড. সুলায়মান আর-রুহায়লী
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরী‘আহ ফ্যাকাল্টির উছূলে ফিকহ বিভাগের শিক্ষক এবং মসজিদে ক্বোবার ইমাম ও খত্বীব শায়খ সুলায়মান বিন সালীমুল্লাহ আর-রুহাইলী (৫৫) ইসলামের ভিতরে অনুপ্রবেশকারী বাতিল আক্বীদা ও ফিরক্বা সমূহের বিরুদ্ধে সমসাময়িক সোচ্চার সালাফী বিদ্বানদের অন্যতম। তিনি একাধারে বিশিষ্ট দাঈ, লেখক, গবেষক এবং সমালোচক এবং ধর্মতাত্ত্বিক। ইসলামের নামে গজিয়ে ওঠা বিভিন্ন তন্ত্রমন্ত্রের অপনোদনে তাঁর জুড়ি মেলা ভার। বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদেরকে যেভাবে অপদস্থ ও লাঞ্চিত করা হচ্ছে, সন্ত্রাসী তকমা দেওয়া হচ্ছে এবং মুসলিম নিধনে যে অপচেষ্টা ও চক্রান্ত চলছে, তার মৌলিক কারণ ও মুসলমানদের করণীয় সম্পর্কে শিকড় সন্ধানী ধর্মতাত্ত্বিক শায়খ সুলায়মান আর-রুহাইলী বর্তমান শতকে নিজেকে একজন নির্ভরযোগ্য দাঈ ইলাল্লাহ হিসাবে দাঁড় করাতে সক্ষম হয়েছে। তিনি জাতির সামনে সকল পথ ও মতের উর্ধ্বে উঠে সার্বিক জীবনে ইসলামকেই একমাত্র মুক্তির পথ হিসাবে গ্রহণ করার উদাত্ত আহবান জানান। তিনি আধুনিক দৃষ্টিকোন থেকে প্রমাণ করেন রাজনীতি, অর্থনীতি বা ধর্মনীতি সকল ক্ষেত্রে ইসলামই একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাই অন্যের গোলামী নয়, বান্দার দাসত্ব কেবলমাত্র মহান আল্লাহর জন্য নিবেদিত।